ঢাকায় মঈন উদ্দীন খান বাদলের মরদেহ

আইএনবি নিউজ: ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি, মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদল এমপির মরদেহ শুক্রবার রাতে সাড়ে ৮টার দিকে পৌঁছায়। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন তার দুই ভাই।এসময় জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, কেন্দ্রীয় নেতা ডা. মুশতাক, করিম সিকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজার পর এই বীর মুক্তিযোদ্ধার মরদেহ হেলিকপ্টারযোগে নেয়া হবে চট্টগ্রামে। জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে দুপুর ২টার পর দ্বিতীয় জানাজা। বাদ আছর তার নিজ এলাকা বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ ময়দানে সর্বশেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফনের সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

সোমবার সকাল পৌনে ৭টায় ভারতের বেঙ্গালুরুর নারায়ণা হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউট এ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আইএনবি/বিভূঁইয়া