টঙ্গীতে ফ্রি সবজি বাজার

গাজীপুর প্রতিনিধি: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গাজীপুরের টঙ্গীতে কর্মহীন নিম্ন আয়ের মানুষের জন্য ফ্রি সবজি বাজার খুলেছে সামাজিক সংগঠন শহীদ আহসানউল্লাহ মাস্টার ইসলামিক গ্রন্থাগার। গত মঙ্গলবার টঙ্গীর নোয়াগাঁও এলাকায় ওই সবজি বাজার চালু হয়। এখন থেকে প্রতিদিন বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় সবজি সংগ্রহ করতে পারবে দুস্থ ও নিম্ন আয়ের মানুষেরা। প্রথম দিন ৫টি ভ্যানে করে লাউ, কুমড়া, টমেটো, বাঁধাকপি, পুঁইশাক, কলমিশাক, শসা, কাঁচামরিচ বিনামূল্যে সরবরাহ করা হয়।

সংগঠনটির সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক রেজাউল করিম জানান, করোনাভাইরাসের কারণে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও দুস্থ পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে। অনেকেই তাদের চাল, ডাল, আলু দিয়ে সহায়তা করলেও সবজি সংগ্রহ করতে পারছিল না এসব অসহায় মানুষ। তাই আমরা শহীদ আহসানউল্লাহ মাস্টার ইসলামিক গ্রন্থাগারের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষদের জন্য বিনামূল্যে সবজি সরবরাহ করার উদ্যোগ নিয়েছি। যতদিন করোনাভাইরাসের প্রাদুর্ভাব থাকবে ততদিন এভাবে কাঁচাবাজারের যোগান দেবে সংগঠনটি।

আইএনবি/বিভূঁইয়া