ঝিনাইদহে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ সেনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ১টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

শনিবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার মাছপাড়া গ্রামের আরিফুল হকের বাড়ি থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে আরিফুল হক ও তার ভাই ঝিনাইদহের হরিণাকুন্ডু এলাকায় আধিপত্য বিস্তাররসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

ঝিনাইদহ সেনা ক্যাম্পের দায়িত্বরত একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

আইএনবি/বিভূঁইয়া