জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত

আইএনবি ডেস্ক: জাতীয় ঈদগাহ ময়দানে এবারের ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়।

আজ মঙ্গলবার (১২ এপ্রিল) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভায় জানানো হয়, আবহাওয়া জনিত কোনো কারণে ঈদগাহে জামাত করা সম্ভব না হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহ ময়দানে এবারের ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। করোনা মহামারির কারণে দুই বছর ধরে বন্ধ ছিল জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত।

আইএনবি/বিভূঁইয়া