চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩

ফরিদপুর প্রতিনিধি::ফরিদপুরের নগরকান্দায় সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর গ্রামে চোর সন্দেহে গনপিটুনীতে মো. শাহিন (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।

স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, দেবীনগর গ্রামে গভীর রাতে সন্দেহজনকভাবে ৫ যুবক ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাদের আটক করে। এরমধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়রা এ সময় আটককৃত যুবকদের বেদম প্রহার করে। পরে আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় শাহিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মারা যায় সে।

নগরকান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, চোর সন্দেহে গণপিটুনীতে কয়েকজন আহত হন। তাদের মধ্যে শাহিন নামে একজন মারা গেছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কি কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

আইএনবি/বিভূঁইয়া