চীনের সঙ্গে জাপানের উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-চীনের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে । লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। এরই মাঝে দক্ষিণ চীন সাগরে আধিপত্য বাড়ানোকে কেন্দ্র করে জাপানের সঙ্গেও চীনের সংঘাতের মাত্রা বেড়েছে বলে জানা গেছে।

চীন সাগরের সামনেই প্যাট্রিয়ট পিএসি থ্রি এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম মোতায়েন করেছে জাপান। সরাসরি যার লক্ষ্য চীনের দিকে। শুধু তাই নয়, জাপান জানিয়েছে, চলতি মাসের মধ্যেই চারটি সেনাঘাঁটিতে পিএসি থ্রি এমএসই মিসাইল বসানো হবে। যেগুলোর আগে যা রেঞ্জ ছিল, তার থেকে বাড়িয়ে ১০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব পর্যন্ত আঘাত করতে পারে।

গত ফেব্রুয়ারি মাস থেকে টোকিওর সঙ্গে বেইজিংয়ের চরম বিবাদ শুরু হয়েছে।

চীন সীমান্তে জাপান সেনার সংখ্যাও বেড়েছে লক্ষ্যনীয় হারে। শুধু তাই নয়, এয়ার ডিফেন্স অর্থঅৎআকাশপথে নজরদারিও বাড়াচ্ছে জাপান।

আইএনবি/বিভূঁইয়া