চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের সোমবার (৬ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে উপ-রাজারামপুর এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, সদর উপজেলার উপ রাজারামপুর এলাকার মৃত মুসুলম উদ্দীনের ছেলে গোলাম রাব্বানী (৪২) ও তার মেয়ে উপ-রাজারামপুর কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষার্থী মোসা.সাদিকিন রসনি (৮)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মিন্টু রহমান জানান, রাব্বানী তার মেয়ে মোসা.সাদিকিন রসনিকে স্কুল থেকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

আইএনবি/বিভূঁইয়া