ফরিদপুর প্রতিনিধি: র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া বাস টার্মিনাল থেকে ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে । আটকরা হলেন – মো. রফিক সরদার (৩২) ও মোহাম্মদ আলী শেখ (৩২) এবং শ্যামল সাহা (৩০)।

শনিবার সকালে ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার এক সংবাদ বিজ্ঞপিতে জানিয়েছেন, শুক্রবার রাতে অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করা হয়েছে। অভিযানকালে ৯০ পিস ইয়াবা, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৬টি সীমকার্ডসহ ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া