গাড়ি থেকে নেমে আহত পাখির প্রাণ বাঁচাতে গিয়ে ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ত: রাস্তায় আহত পাখিকে বাঁচাতে গাড়ি থেকে নামেন দুই ব্যক্তি। সড়কে আরেক গাড়ির ধাক্কায় প্রাণ গেছে তাদের। ভারতের একজন ব্যবসায়ী ও তার গাড়িচালকের এ রকম করুণ পরিণতি দেখে মন কাঁদছে নেটিজেনদেরও।

গতকাল শুক্রবার পুলিশ জানিয়েছে, চলতি বছরের ৩০ মে মুম্বাইয়ের বান্দ্রা-ওরলি সমুদ্র সংযোগ সড়কে ঘটনাটি ঘটেছে।

ওই দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।

ভারতের সরকারি কর্মকর্তারা বলছেন, গত ৩০ মে বিকেলে ব্যবসায়ী অমর মনিশ জরিয়ালা (৪৩) মালাদের দিকে যাওয়ার সময় আহত পাখি দেখে গাড়ি থেকে নেমেছিলেন। এরপর তিনি অপর গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন। তিনি নেপেনসি সড়কের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, বান্দ্রা ওয়ারলি সি-লিংকের পথে একটি পাখি তাদের গাড়ির সাথে ধাক্কা খায়। এরপর জরিয়ালা আহত পাখিটিকে বাঁচাতে গাড়ি থেকে নামেন। তখন দ্রুতগামী একটি গাড়ি জরিওয়ালা এবং তার চালক শ্যাম সুন্দর কামতকে ধাক্কা দেয়। কাছের একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জরিয়ালাকে মৃত ঘোষণা করেন, আর কামাত চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যান।

বান্দ্রা থানার একজন কর্মকর্তা বলেছেন, গাড়িচালক রবীন্দ্র কুমার জয়সয়ারের (৩০) বিরুদ্ধে মামলা হয়েছে। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র : এনডিটিভি।

আইএনবি/বিভূঁইয়া