কুড়িগ্রাম সীমান্তে আটক ৪৪, বেশিরভাগই রোহিঙ্গা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে আটজন বাংলাদেশের নাগরিক। বাকি ৩৬ জনের পরিচয় নিশ্চিতে যাচাই-বাছাই চলছে। ধারণা করা হচ্ছে, তারা সবাই রোহিঙ্গা।

আটকৃতদের মধ্যে রৌমারী সীমান্তে ৩০ জন ও ভূরুঙ্গামারী সীমান্তে ১৪ জনকে পুশইন করা হয় বাংলাদেশে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের পুশইন করে বলে জানা গেছে।

জানা যায়, বুধবার ভোর রাতে রৌমারী উপজেলা বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ৩০ জন নারী-পুরুষ ও ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে ১৪ নারী-পুরুষকে বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করে। এসব মানুষ বিক্ষিপ্ত হয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের আটক করে। পরে তাদেরকে বিজিবির হাতে তুলে দেয়।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, ‘ভোররাতে রৌমারীর বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আটককৃতদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আর আটজন বাংলাদেশি। আটককৃতদের পরিচয় চূড়ান্ত যাছাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আইএনবি/বিূভঁইয়া