কুষ্টিয়ায় ফেনসিডিলসহ যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় মাদক বিরোধী অভিযানে বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় শহরের হাউজিং এলাকারিয়াসাত বাহার (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রিয়াসাত বাহার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।’ এ বিষয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আইএনবি/বিভূঁইয়া