কিশোরীকে অপহরণ করে দেড় মাস ধরে ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের বালিয়ায় দেশটির পুলিশ গতকাল সোমবার একব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের পর দেড় মাস ধরে ধর্ষণ করেছে অভিযুক্ত ব্যক্তি।
খবর এনডিটিভির।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ জুলাই কোটওয়ালি পুলিশ স্টেশনের অধীনে এক গ্রাম থেকে ওই কিশোরী নিখোঁজ হয়। এরপরের দিনেই কিশোরীর বাবা থানায় অভিযোগ দায়ের করে।

পরবর্তী সময়ে গত ২৬ আগস্ট কিশোরীকে দেওরিয়া অঞ্চল থেকে পুলিশ উদ্ধার করে। কিশোরী ম্যাজিস্ট্রেট রাজিভ সিংয়ের কাছে জবানবন্দী দিয়েছে। সেখানে সে বলেছে, অভিযুক্ত রাহুল কুমার সিং (১৯) তাকে অপহরণ করে দেওরিয়া নিয়ে যায়। সেখানে তাকে বন্দী রেখে দেড় মাস ধরে ধর্ষণ করে।

ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে আরও তদন্ত চলছে।

 

আইএনবি/বিভূঁইয়া