এবার লোকসানে পড়বেন মৌসুমী চামড়া ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক 

সরকার নির্ধারিত দামে কোরবানির চামড়া বিক্রি করতে না পারার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। তাদের দাবি, চামড়ায় এবার এবার বড় লোকসান গুনতে হবে তাদের।

কোরবানির আনুষ্ঠানিকতার পর থেকেই রাজধানীতে শুরু হয় কোরবানির পশুর চামড়া সংগ্রহ কার্যক্রম। সকাল থেকেই বিভিন্ন এলাকায় মৌসুমী ব্যবসায়ীরা চামড়া সংগ্রহ করেন। তবে সিটি করপোরেশনের নিষেধাজ্ঞায় আগের মতো হাট বসেনি সাইন্সল্যাব এলাকায়। বিক্রি হচ্ছে মৌসুমী ব্যবসায়ীদের ভ্যান-ট্রাক থেকেই।

দীর্ঘদিন ধরেই রাজধানীর পোস্তা ও সাইন্সল্যাব এলাকায় চামড়া বেচা-কেনা করে আসছেন মৌসুমী ব্যবসায়ীরা। তবে ঈদের সময় রাস্তায় যানজট তৈরি হওয়ায় এবার সাইন্সলাব এলাকায় চামড়া বিক্রি নিষিদ্ধ করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন।

তবে না জেনে যারা ভ্যান ও পিকআপে করে চামড়া নিয়ে এসেছেন তাদের গাড়ি থেকেই চামড়া কিনছেন ট্যানারি প্রতিনিধিরা। এতে চামড়া সংগ্রহে সমস্যায় পড়তে হচ্ছে বলে দাবি তাদের।

চামড়া সংগ্রহ করতে আসা এক প্রতিনিধি বলেন, ‘যেহতু সরকার বলে দিয়েছে যে এখানে চামরা কেনাবেচা করা যাবে না, আর আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই এখান থেকে আমরা চামড়া কিনবো না।’

এদিকে সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে না পারার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। সিন্ডিকেটের কারণে লোকসানে চামড়া বিক্রি করতে হচ্ছে বলেও জানান তারা।

সাইন্সল্যাব এলাকায় চামড়া বিক্রি করতে আসা এক মৌসুমী ব্যবসায়ী অভিযোগ করে বলেন, ‘ওনাদের (ট্যানারি) তো প্রতিবারই সিন্ডিকেট থাকে। এভাবেই সিন্ডিকেট করে ওনারা (চামড়ার) রেট কমায়।’

আরেক ব্যবসায়ী বলেন, ‘আমরা এক হাজার টাকা প্রতি পিস কিনেছি বড় চামড়া। এখন বিক্রি করতে হচ্ছে সাড়ে ৮শ করে। তাও দিতে চায় না। কেউ কেউ তো ৫২০ টাকাও বলছে। সরকার রেট দেয় এক রকম, আর এরা কেনে আরেক রকম। ফুটপ্রতি দাম ২০ টাকাও দিতে চাচ্ছে না।’

এটিকে, কোরবানির কাঁচা চামড়া আসতে শুরু করেছে রাজধানীর সবচেয়ে বড় আড়ৎ পোস্তায়। তবে বৃষ্টির জন্য তেমন চামড়া এখনো আসেনি বলে জানান ব্যবসায়ীরা।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মূলত দুপুরের পর থেকে কাঁচা চামড়া নিয়ে আসে খুচরা বিক্রেতারা। পোস্তায় প্রতি পিচ গরুর কাঁচা চামড়া আকার ভেদে ৩৫০ থেকে ১০০০ টাকায় কেনাবেচা হচ্ছে।

সাভার, হেমায়েতপুরসহ অন্য এলাকায় আড়ৎ সরে যাওয়ায় এবার পোস্তায় কম চামড়া আসছে বলে দাবি পাইকারি চামড়া ব্যবসায়ীদের।

গত বছর পোস্তায় ১ লাখ ৪০ হাজার পিচ চামড়া লবণজাত করা হলেও এবার ৭০-৮০ হাজার পিচ লবণজাত হবে বলে শঙ্কা তাদের। আগামী ২ দিন আরও চামড়া আসবে বলে আশা তাদের। এবার সারাদেশ থেকে ৯০ লাখের বেশি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য রয়েছে ব্যবসায়ীদের।

এনই/জেডই