এনসিপি ‘কিংস পার্টি’ — মন্তব্য টিআইবির নির্বাহী পরিচালকের

আইএনবি ডেস্ক: রাজনৈতিক অঙ্গনে নবগঠিত জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘কিংস পার্টি’ হিসেবে অভিহিত করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

সোমবার (৪ আগস্ট) ধানমন্ডির টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

টিআইবির পক্ষ থেকে ‘কর্তৃত্ববাদী শাসনের পতনের পর এক বছর: প্রত্যাশা বনাম বাস্তবতা’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে ড. ইফতেখারুজ্জামান বলেন, “জাতীয় নাগরিক পার্টিকেই কিংস পার্টি বলা হয়েছে, এটি গোপন কোনো তথ্য নয়।

এই দলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে দুজন বর্তমানে সরকারে আছেন। এ কারণেই এটিকে ‘কিংস পার্টি’ বলা হচ্ছে।”

প্রতিবেদনে উঠে এসেছে, গণঅভ্যুত্থানের পর রাজনীতির পথচলা যেভাবে শুরু হয়েছিল, তা আশাব্যঞ্জক না হয়ে বরং নানা নেতিবাচক প্রবণতায় পূর্ণ হয়ে উঠেছে।

ইফতেখারুজ্জামান জানান, আন্দোলনের পরপরই কিছু রাজনৈতিক নেতা নানা অনিয়মে জড়িয়ে পড়েন—যেমন চাঁদাবাজি, মামলাবাণিজ্য ও দলবাজি—যা দিন দিন আরও প্রকট হয়েছে।

তিনি বলেন, “দুঃখজনকভাবে, নতুন গঠিত দলগুলোর বড় অংশও পুরনো রাজনৈতিক সংস্কৃতির অনুকরণেই পথ চলেছে। তারা নিজেদের সাংগঠনিকভাবে এমন পথে নিয়েছে, যা আত্মঘাতী বলেই মনে হয়।”

প্রকাশিত তথ্যে বলা হয়, গত ১১ মাসে (আগস্ট ২০২৪ – জুন ২০২৫) সারা দেশে রাজনৈতিক সহিংসতার ৪৭১টি ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১২১ জন, আহত হয়েছেন প্রায় ৫ হাজার ২০০ জন। এই সহিংসতার সঙ্গে বিএনপি সংশ্লিষ্ট ছিল ৯২ শতাংশ, আওয়ামী লীগ ২২ শতাংশ, জামায়াত ৫ শতাংশ এবং এনসিপি ১ শতাংশ ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে প্রতিবেদনটি দাবি করে।

আইএনবি/বিভূঁইয়া