উত্তরায় ৭ তলা ভবনে আগুন, একই পরিবারের ৩ জনসহ নিহত ৬

আইএনবি ডেস্ক: রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬জন নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ওই বাড়ির দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুনে তিনজন ঘটনাস্থলেই মারা যান, এবং ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

পরে হাসপাতাল থেকে আরও তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পুলিশের উত্তরা বিভাগের উপ–কমিশনার শাহরিয়ার আলী।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের ঘরে প্রচুর আসবাবপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঢাকা জোন–৩ এর উপ সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দ্বিতীয় তলায় লেগে তা তিন তলা পর্যন্ত ছড়িয়ে যায়।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পুরোপুরি আগুন নিভতে সকাল ১০টা পর্যন্ত সময় লেগেছে।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও উদ্ধারকর্মীরা হতাশা প্রকাশ করেছেন। ফায়ার সার্ভিস এবং পুলিশ আরও তদন্ত চালাচ্ছে যাতে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করা যায়।

আইএনবি/বিভঁইয়া