ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আইএনবি ডেস্ক:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন বাস কোম্পানিগুলো বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। ২ মে ঈদের দিন ধরে টিকিট দেওয়া হচ্ছে। তবে অগ্রিম টিকিট বিক্রির প্রথমদিনে যাত্রীদের তেমন কোন চাপ দেখা যায়নি।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রথম দিনে সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু করলেও তেমন কোন ভিড় ছিল না যাত্রীদের। কাউন্টারের কর্মীরা জানান, সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ঈদের অগ্রিম টিকিট বিক্রি।

একটি পরিবাহন কাউন্টার মাস্টার বলেন, এবারের ঈদে লম্বা ছুটি থাকায় সবাই একেবারে শেষ দিকে বাড়ি যেতে পারে। সেক্ষেত্রে ৩০ এপ্রিল ও ১ মের টিকিটের বেশি চাহিদা থাকবে। তবে এবার মানুষ সশরীরে টিকিট কাটতে কম আসতে পারে কারণ অনলাইনে ৩০ শতাংশ টিকিট কেনার সুযোগ থাকায় মানুষ সেদিকে বেশি আগ্রহী।

টিকিটের ভাড়া বেশি রাখা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না ভাড়া বেশি রাখা হচ্ছে না। সরকারের নির্ধারিত ভাড়াই রাখা হচ্ছে।

উল্লেখ্য, ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৩ এপ্রিল থেকে। টিকিট স্টেশনে কাউন্টারের পাশাপাশি অনলাইনেও বিক্রি হবে।

 

আইএনবি/বিভূঁইয়া