আর্ন্তজাতিক ডেস্ক: ইয়েমেনের বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরের ফটকে স্থানীয় সময় শনিবার (৩০ অক্টোবর) একটি ট্রাকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন।
তবে এটি পরিকল্পিত হামলা কি-না নিশ্চিত হওয়া যায়নি।
খবর আল-জাজিরার।
বিমানবন্দরের একজন কর্মকর্তা আল-জাজিরাকে জানিয়েছেন, বিমানবন্দরের বাইরের ফটকে শনিবার একটি ছোট ট্রাকে বিস্ফোরণ ঘটে। ট্রাকটি পেট্রোলিয়াম পণ্য পরিবহন করছিল। বিস্ফোরণটি খুবই শক্তিশালী ছিল। এটির শব্দ পুরো শহরজুড়ে শোনা গেছে। বিস্ফোরণে আশপাশের বাড়ি-ঘরের জানালার কাচও ভেঙে যায়।
নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণে ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধের শুরু হয়। হুথিরা রাজধানী সানা দখলে নেয়। হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন।
২০১৫ সালের শুরুর দিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদিকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেছে। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ।
আইএনবি/ভিূঁইয়া