আমরা আপনাদের সেবায় বাইরে আছি, আপনারা ঘরে থাকুন:মাজহারুল ইসলাম (ওসি, যাত্রাবাড়ী) (ভিডিও)

এমডি বাবুল ভূঁইয়া: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও সংক্রমণ রোধে চলমান ‘কঠোর লকডাউনে’ পুলিশের মেধাবী, বিনয়ী, সাহসী এবং জনবান্ধব কর্মকর্তা, যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম, (পিপিএম-বার) রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ যাত্রাবাড়ির (চৌরাস্তা) পথচারি-পরিবহন শ্রমিক ও হকারদের মধ্যে মাস্ক বিতরণ সহ প্রায় ৪২টি মসজিদে মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার বিতরণ করেন।

 

চৌকস এ অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম দেশের সকল মানুষকে করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, আমরা প্রতিদিন খবর পাচ্ছি হাসপাতাল গুলোতে বেড খালি নেই। আমরা নিজেরা সচেতন না হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলে করোনা ভাইরাসকে পরাজিত করারা আহবান জানান।
মাজহারুল ইসলাম বলেন, আমরা আপনাদের সেবায় বাইরে আছি, তাই আপনারা ঘরে থাকুন এবং মাস্ক পড়ুন।

যাত্রাবাড়ি থানাধীণ সকল মসজিদ-মাদ্রাসার ঈমাম-আলেম ও সভাপতিদের সাথে মতবিনিময় কালে, জুম্মার বয়ানে কেউ যেন রাষ্ট্রবিরোধী কিংবা উস্কানীমূলক কোনো বয়ান না রাখেন তার জন্য তিনি সবার কাছে অনুরোধ করিলে সকলেই তাকে আশস্ত করেন ।

তিনি ২০২০ সালের নভেম্বরে ডিএমপির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এবং শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্বারকারী অফিসার হিসাবেও স্বীকৃতি পান।

ভিডিওটি Majeharul Islam এর ফেইসবুক থেকে নেওয়া

আইএনবি নিউজ টোয়ান্টিফোর ডটকম