আইএনবি ডেস্ক:বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান পদত্যাগ করেছেন ।
সোমবার (১৯ আগস্ট) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্রে তিনি বলেন, আমি মো. আজিজুর রহমান চুক্তিভিত্তিক নিয়োগের চুক্তিপত্রের অনুচ্ছেদ ৭ অনুযায়ী, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) পদ থেকে ১৯ আগস্ট স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
মো. আজিজুর রহমান ২০২১ সালের ১ নভেম্বর নিয়োগ পান। এর আগে তিনি আবহাওয়া অধিদপ্তরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
আইএনবি/বিভূঁইয়া