যশোর প্রতিনিধি: অব্যাহত বর্ষণ ও নদীর জোয়ারের চাপে আতাই নদীর বাঁধ ভেঙে যশোরের অভয়নগর উপজেলার শান্তিপুর ও রামনগর গ্রামের দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। প্লাবিত হয়েছে শত শত বিঘা ফসলি জমি, মাছের ঘের ও গ্রামীণ সড়ক। স্থানীয়রা দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্ধিপাশা ইউনিয়নের ভৈরব নদের ত্রিমোহনী থেকে বয়ে আসা মজুদখালী নদীর সঙ্গে সংযুক্ত আতাই নদীর দুর্বল বাঁধের প্রায় ২০০ মিটার অংশ দিয়ে হঠাৎ করে জোয়ারের পানি প্রবেশ করে। এতে প্লাবিত হয় শান্তিপুর ও রামনগর গ্রাম।
রামনগর গ্রামের সেলিম রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের বাঁধ থাকলেও দীর্ঘদিন ধরে তা সংস্কার করা হয়নি। প্রতিবছরই এমনভাবে জোয়ারের পানি ঢুকে আমাদের দুর্ভোগ বাড়ায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই দুর্বল বাঁধটি টেকসইভাবে সংস্কার না করলে ক্ষয়ক্ষতি বাড়তেই থাকবে।
সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম বলেন, বাঁধ ভেঙে আমার ইউনিয়নের শান্তিপুর ও রামনগর গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল বলেন, দুইটি গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিষয়টি আমরা যশোর পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি। তারা প্রাথমিকভাবে বাঁধ মেরামতের কাজ শুরু করবে। বর্ষা মৌসুম শেষে বাঁধটির টেকসই সংস্কার করা হবে।
আইএনবি/বিভূঁইয়া