আইইডিসিআরের পরিচালক সেব্রিনা কোয়ারেন্টাইনে নেই

আইএনবি নিউজ: রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক মীরজাদি সেব্রিনাকে নিয়ে যে তথ্য বিভিন্নভাবে এসেছে তা ভুল, জানালেন সেব্রিনা। তিনি জানিয়েছেন, আমি বেশ কিছু দিন ধরেই ঘরে বসে কাজ করছি ।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন, মীরজাদি সেব্রিনা বেশ কিছুদিন ধরেই বাসায় বসে কাজ করছেন। অফিসও করেছেন। তবে তার অফিসের বেশ কয়েকজন করোনা আক্রান্ত। কিন্তু সেব্রিনা নন।

নাসিমা সুলতানা বলেন, ওই অফিসের কয়েকজন আক্রান্ত হয়েছেন। কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না কয়জন আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের সহকারি পরিচালক আয়শা আক্তার বলেন, আপা বেশ কিছু দিন ধরেই বাসা ও অফিস মিলিয়ে কাজ করছেন। তিনি এখনো কোয়ারেন্টাইনে যাননি। তবে হোম কোয়ারেন্টাইন চাইলে যে কেউ থাকতে পারেন।

সূত্র বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন আক্রান্ত বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত এই বিষয়ে কারো নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আইএনবি/বিভূঁইয়া