অ্যাম্বুল্যান্সে রোগীর বদলে ফেনসিডিল, আটক ২

আইএনবি ডেস্ক: রাজধানীর পল্টন এলাকায়  ৪৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার সহ একটি অ্যাম্বুল্যান্স  আটক করেছে র‌্যাব-৩। এসময় মাদক পরিবহনের অভিযোগে দুজনকে আটক করা হয়।

রবিবার বিকালে র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফারজানা হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন-মো. জিনারুল ইসলাম ওরফে সবুজ এবং মো. রুহুল শেখ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরে র‌্যাব-৩ এর একটি দল রবিবার দুপুর দুইটার দিকে পল্টন এলাকায় একটি তল্লাশি চৌকি বসায়। এসময় কুমিল্লা থেকে ঢাকায় আসা একটি অ্যাম্বুল্যান্সচালককে চ্যালেঞ্জ করেন র‌্যাব সদস্যরা। পরে তল্লাশি চালিয়ে ড্রাইভারের সিটের পেছনে প্লাস্টিকের বস্তা থেকে ৪৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আর আটক করা হয় জিনারুল ইসলাম ওরফে সবুজ এবং মো. রুহুল শেখকে। জব্দ করা হয় অ্যাম্বুলেন্সটিকে।

আটককৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

আটক মো. জিনারুল ইসলাম সবুজের বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার তেতুলবাড়িয়া গ্রামে ও মো. রুহুল শেখের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানার দক্ষিণ ঝনঝনিয়া গ্রামে।

 

আইএনবি/বিভূঁইয়া