অভিবাসনের গতি-প্রকৃতি সবসময় পরিবর্তনশীল

আইএনবি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশে দক্ষ জনবল প্রেরণে প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের কার্যক্রম চলছে। এরই মধ্যে ৪১টি উপজেলায় কাজ সম্পন্ন করা হয়েছে। প্রতিটি উপজেলায় দক্ষ নারী-পুরুষ গড়ে তুলবো। অভিবাসী কর্মীদের সুরক্ষায় সরকার কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৯’ উদ্ভোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বাংলাদেশে দিবসটির এবারের প্রতিপাদ্য ‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ ও সম্মান দুই-ই মেলে।

এদিকে অভিবাসী দিবস উপলক্ষে সকাল ৮টায় মানিক মিয়া এভিনিউয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবসের একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিবছর তিনটি ক্যাটাগরিতে সিআইপি (এনআরবি) সম্মাননা প্রদান করে থাকে। বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা প্রেরণ, বাংলাদেশে বিনিয়োগ এবং বাংলাদেশ থেকে পণ্য আমদানি-এই তিনটি ক্যাটাগরিতে সিআইপি (এনআরবি) সম্মাননা দেওয়া হয়ে থাকে। এবার সিআইপি পুরস্কার পাচ্ছেন ১৪টি দেশের ৪২ জন অনাবাসী বাংলাদেশী।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রটিং এজেন্সিস (বায়রা) সভাপতি বেনজীর আহমেদ, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের বাংলাদেশ মিশন প্রধান গর্গিও গিগাউরি, প্রবাসী মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজাও এসময় উপস্থিত ছিলেন।

আইএনবি/বিভূঁইয়া