অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে মধ্য গাজিরচটের মাটির মসজিদ এলাকার জসিমের বাড়ি থেকে শিউলি আক্তার (২৫) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনার পর থেকে নিহতের স্বামী সাইফুল ইসলাম পলাতক রয়েছেন। চলতি বছরের এপ্রিল মাসে সাইফুলের সঙ্গে তার বিয়ে হয়।

নিহত ওই গৃহবধূ সিরাজগঞ্জের কাজিপুর থানার গান্দারলই গ্রামের সোনাউল্লাহর মেয়ে। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

সাইফুল ইসলাম নীলফামারী জেলার সদর থানা এলাকার মিটতি বাড়ি গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার মো. জসিমের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. নুরুল হুদা বলেন, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া