২০জন সুতা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে বন্ডের সুবিধায় আমদানিকৃত সুতা, খোলাবাজারে বিক্রির অভিযোগে আটকৃত ২০জনের বিরুদ্ধে কাস্টমস এন্ড বন্ড কমিশনের দুটি মামলা হয়েছে।

বুধবার (২৬ ডিসেম্বর) রাতে কাস্টমস এন্ড বন্ড কমিশনারেট কার্যালয়ের সহকারি রাজস্ব কর্মকর্তা নাহিদুল হাসান ও আতিকুর রহমান নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আলাদা দুটি মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় এবং নিকটস্থ মাঠে অভিযান চালিয়ে সর্বমোট ৯ হাজার ৪৪ কেজি বন্ডেড সুতা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য এক কোটি টাকা।

আতিকুর রহমানের মামলার আসামিরা হলেন- হাজি বিল্লাল (বিসমি অ্যান্ড ট্রেডিং), ব্যবসায়ী হাজি ইসমাইল (জেমি এন্টারপ্রাইজ), ফরহাদ (টানবাজারের ব্যবসায়ী), সুব্রত রায় (এস এস থ্রেড এক্সেসরিজ), বিপুল মন্ডল (শুভা এন্টারপ্রাইজ), পুলক চৌধুরী (মেসার্স পুলক চৌধুরী), মো. সেলিম রেজা (এইচ এস থ্রেডিং), মো. গোলাম কিবরিয়া মামুন (তোতা ইয়ার্ন থ্রেডিং), আব্দুল মান্নান মিয়া (জামান ইয়ার্ন থ্রেডিং) ও খান নজরুল ইসলাম (শিমুলিয়া থ্রেড ইন্টারন্যাশনাল)।

গত ১৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ শহরের সুতারপাড়া, বংশাল রোড এলাকার সাদ ট্রেডার্স এবং আজাদ ট্রেডার্সের গুদামে অভিযানেও ২৫ হাজার ৮৩৬ কেজি অবৈধ বন্ডেড সুতা আটক করা হয়। যার বাজার মূল্য ৩ কোটি টাকা। এ ঘটনায়ও আলাদা আরেকটি মামলা দায়ের করা হয়।

মো. আতিকুর রহমানের দায়েরকৃত মামলার আসামিরা হলেন- মো. জহির হোসেন (মেসার্স সাদ ট্রেডার্স), মো. আওলাদ হোসেন (মেসার্স আজাদ ট্রেডার্স), হাজি ইসমাইল (জেমি এন্টারপ্রাইজ), ফরহাদ (টানবাজারের ব্যবসায়ী), মো. আমিনউদ্দিন (সুতাঘর), গোবিন্দ্র চন্দ্র সাহা (রিতা ট্রেডার্স), মো. আইয়ুব আলী, মো. সেলিম (যাকি এন্টারপ্রাইজ), সমির সাহা (এনবি ট্রেডিং), রুহুল আমিন (আমিন ব্রাদার্স)।
চ্যানেল ২৪

আইএনবি/বিভূঁইয়া