নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশি নাগরিকের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের অসচ্ছল, হতদরিদ্র পরিবারে লক্ষাদিক টাকার ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন নিজের নাম-ঠিকানা প্রকাশে অনিচ্ছুক এক সৌদি নাগরিক।
পবিত্র মাহে রমজানে মহান আল্লাহ তায়ালাকে খুশি ও সদকায় জারিয়া হিসেবে নবীনগর উপজেলার বাঙ্গরা গ্রামের বাছাইকৃত প্রায় শতাধিক অসচ্ছল, হতদরিদ্র পরিবারে এসব ইফতার ও ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করেন ঐ সৌদি নাগরিক।
মঙ্গলবার (০৪ মার্চ) বিকেলে নিজ বাড়ি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন মহসিন মিয়া। তিনি কয়েক বছর পূর্বে সৌদিআরবে ঐ সৌদি নাগরিকের কোম্পানীতে কর্মরত ছিলেন। বর্তমানে মহসিন মিয়া দেশে অবস্থান করছেন।
জানা যায়, সৌদি আরবে কর্মরত থাকা অবস্থায় ঐ সৌদি নাগরিকের সাথে সখ্যতা গড়ে উঠে মহসিন মিয়ার। তার নীতি-নৈতিকতা বেশ পছন্দ করতেন ঐ সৌদি নাগরিক। যার কারনে দেশে ফেরার পরও তিনি নিয়মিত যোগাযোগ রাখেন মহসিন মিয়ার সাথে। ফলে পবিত্র মাহে রমজানে মহান আল্লাহ তায়ালাকে খুশি করতে মহসিন মিয়ার মাধ্যমে অসচ্ছল, হতদরিদ্র পরিবারে প্রায় লক্ষাদিক টাকার ইফতার ও ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নেন ঐ সৌদি নাগরিক। প্রতিটি পরিবারের জন্য ইফতার ও ঈদ সামগ্রীর মধ্যে ছিলো ছোলা বুট, মুড়ি, তেল, পিয়াজ, আলু, চিনি, দুধের কোটা, নুডুলস ও সেমাইর প্যাকেট। এসময় এসব সামগ্রী নিতে আসা দরিদ্র জাহাঙ্গীর আলম বলেন, “যে টেকা রোজগার করি তা দিয়ে ভাতই খাইতে পারিনা, ইফতারি করাম কি দিয়া। সৌদি নাগরিক আর মহসিন ভাইয়ের কারনে আজকা যে পন্যগুলা পাইছি তা দিয়া বাকি রোজায় পরিবার নিয়া ইফতারিও করতে পারাম আর ঈদের সময়ডাতেও সেমাই, নুডুস কিনা লইয়া আর চিন্তা করতে হইতো না। দোয়া করি আল্লাহ্ সৌদির ঐ বেডা আর মহসিন ভাইরে সবসময় ভালা রাখুক।”

মহসিন মিয়া বলেন, “আমার সঙ্গে ভালো সম্পর্কের জেরে একজন সৌদি নাগরিক আমার ব্যবস্থাপনায় আল্লাহকে রাজি-খুশির লক্ষ্যে সদকায়ে জারিয়া হিসেবে বাংলাদেশের কিছু দরিদ্র মানুষগুলোকে ইফতার ও ঈদ সামগ্রী দিচ্ছেন। আমি বিতরণের প্রতিটি কাজ তার নির্দেশনা মোতাবেক করার চেস্টা করেছি। এর আগেও সে আমার মাধ্যমে গরিব, অসহায় কিছু মানুষকে আর্থিক সাহায্য করেছেন। তার মাধ্যমে আমার এলাকার অসহায় মানুষের খেদমতে কাজ করতে পেরে গর্ববোধ করছি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
আইএনবি/কেআ/বিভূঁইয়া