সাতক্ষীরা প্রতিনিধি:গত দুই দিনের টানা বৃষ্টিপাত ও ভারি বর্ষণে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বুধবার মধ্যরাত থেকে শক্রবার সকাল ৬টা পর্যন্ত ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
এতে সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান, মাছখোলা, কামাননগর, রাধানগর, সাতক্ষীরা বাইপাস এলাকা, মধুমল্লারডাঙ্গি ও রসুলপুরসহ বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, ভেসে গেছে মৎস্য ঘেরসহ ছোট-বড় পুকুর। চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
চলমান দিনভর বৃষ্টিতে নিম্নআয়ের মানুষ ঘর থেকে কর্মসংস্থানের জন্য বের হতে পারছেন না। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, চলমান এই বৃষ্টিপাত আরও তিনদিন অব্যাহত থাকবে।
বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে।
এদিকে, সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ, চুনা ও খোলপেটুয়াসহ বিভিন্ন নদ-নদীর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় শ্যামনগর উপজেলার গাবুরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।
আইএনবি/বিভূঁইয়া