সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়ার ‘অসমাপ্ত কাব্য’

অসমাপ্ত কাব্য…

তোমাদের কাছে অস্ত্র আছে
তাইতো বলছো সশস্ত্র হামলার কথা।

আমি ভাই, সাধারণ মানুষ
নুন আনেতে পানতা ফুরায়,
আছি আমি আগেরই মতো।
এখনো কস্ট হয় অন্ন যোগাতে
তোমরাতো বেজায় আছো..,
কারি কারি টাকা ক্ষমতার দাপট।
রক্ততো দিয়েছি আমরা,
চোখে মুখে কাঁদানে গ্যাসে
ঝাপসা দেখেছি আমরা..।

তোমরাতো বেশ ভালোই আছো
হাতে আছে অস্ত্র,
তাইতো বলছো সশস্ত্র হামলার কথা।

আরে ভাই,
আমার মতো তোমারও
ছিলনা দামি গাড়ির চাকা,
আমি আছি আগের মতোই
তোমার হয়েছে কারি কারি টাকা!!

জুতা জোড়া ছিল ছিঁড়া
মুছিও দেয়নি সেলাই করে
বলছে মেয়াদ হয়েছে উত্তির্ন,
এখন তোমার নতুন জুতা
পাইলে কোথায় টাকা?

আমি আছি আগের মতোই,
এখনো কস্ট হয় অন্ন যোগাতে।
তোমরাতো ভাই বেশ আছো
হাতে আছে কারি কারি টাকা।

নির্বাচন করতে নাকি লাগে
দশ বিশ কোটি টাকা..,
তোমরাও নাকি প্রার্থি হবে
পেয়েছ কোথায় এতো এতো টাকা?

উচিত কথা কইলেই
চেপে ধরো শার্টের কলার,
ফ্যাসিস্ট বলে গালি দিয়ে
মারতে থাকো নির্ধিদায়।
আমার অসমাপ্ত কথা গুলো
শুনবেনাতো কেউ,
বলেতে গেলেই মারতে আসো
তোমায় কিছু বলেনাতো কেউ!