আন্তর্জাতিক ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউ বিশ্ব এখন মোকাবিলা করছে। হাজার হাজার মানুষ প্রতিদিন মারা যাচ্ছেন। লাখ লাখ মানুষের করোনা শনাক্ত হচ্ছে। গর্ববতী মায়েরা মহামারির এই ভয়াহব পরিস্থিতিতে বেশি দুশ্চিন্তায় আছেন ।
ভারতে এক নারী সন্তান জন্ম দেওয়ার আগে করোনা টেস্টে নেগেটিভ ছিলেন। কিন্তু দিনকয়েক বাদে তার জন্ম নেওয়া নবজাতকের করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্টে তার সদ্যজাত সন্তানের করোনা পজিটিভ শনাক্ত হয়।
ভারতের বেনারসে গত ২৫ মে স্যার সুন্দরলাল হাসপাতালে ওই শিশুর জন্ম হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রসব বেদনা নিয়ে ১৯ বছরের এক নারী হাসপাতালে ভর্তি হন। ২৪ মে তার করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট জানায়, তিনি করোনা নেগেটিভ। ২৫ মে তিনি একটি মেয়ে শিশুর জন্ম দেন। এরপর ওই শিশুর করোনা পরীক্ষা করানো হলে পজিটিভ রিপোর্ট আসে।
ওই হাসপাতালের চিকিৎসক কুশান কুমার দত্ত বলেন, ‘ডেলিভারির আগেই আমরা ওই নারীর নমুনা সংগ্রহ করে আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা করায়। মায়ের রিপোর্ট নেগেটিভ এলেও জন্ম নেওয়া মেয়ে শিশুটির করোনা পজিটিভ মিললো।’
আইএনবি/বিভূঁইয়া