মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চান্দেরচর বাজারে আগুনে পুড়ে ১৩টি গরু ও প্রায় কয়েক লাখ টাকার মুরগি মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচরের চান্দেরচর বাজারের খামারি মিলন মুন্সির খামারে রাত ৩টার দিকে আগুন লাগে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় খামারে থাকা ১৩টি গরু পুড়ে যায়। এ ছাড়াও প্রায় কয়েক লাখ টাকার মুরগি পুড়ে মারা যায়।
সংবাদ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস আসার আগে আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত খামারি মিলন মুন্সি জানান, এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই সব পুড়ে শেষ।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুই দুঃখজনক।
আইএনবি/বিভূঁইয়া