আইএনবি নিউজ: যৌক্তিক কারণ ছ্ড়াা কেউ বের হবেন না এ কথা বারবার বলা হলেও অনেকে মানছেন না। ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশকে কঠোর হতে বলা হয়েছে। কোনো হয়রানি নয়, মানুষ যেন ঘরে থাকতে বাধ্য হন সেজন্য এ নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার সকালে মিরপুর, ফার্মগেট, তেজকুনিপাড়া, রাজাবাজার, মোহাম্মদপুর, তাজমহলরোড, কুষিণমার্কেট, খিলগাঁও বাসাবো, সবুজবাগ, পুরান ঢাকা, যাত্রাবাড়ী, মালিবাগ. বাংলামোটর, কারওয়ানবাজারসহ বেশকিছু এলাকার প্রধান সড়ক ও অলিগলিতে সেনাবাহিনী ও পুলিশের টহল দেখা গেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোষ্ট বসিয়েছে পুলিশ। সড়কে মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস আসলে তা থামিয়ে দেওয়া হয়। সুনির্দিষ্ট তথ্য জানিয়ে ছাড়া পাচ্ছেন গাড়িচালক ও অরোহীরা।
আইএনবি/বিভূঁইয়া