যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসের শিল্প এলাকায় বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন এবং আরো অন্তত পাঁচজন আহত হয়েছেন। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রায়ান শহরের কেন্ট মুর ক্যাবিনেট নামে একটি প্রতিষ্ঠানে বন্দুকধারী গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে।

ব্রায়ান পুলিশ বলছে, বন্দুকধারীর গুলির খবর পেয়ে ছয়টি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে। সেখান থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, গুলিবিদ্ধদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, গুলি চালানোর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। হামলার কারণ এখনো জানা যায়নি।

সন্দেহভাজন হামলাকারী বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। টেক্সাস পাবলিক সেফটি বিভাগের (ডিপিএস) সদস্যরা তাকে আটক করেছেন। সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করার সময় টেক্সাস ডিপিএসের একজন সদস্যও গুলিবিদ্ধ হন।
সূত্র : ওয়াশিংটন পোস্ট।

আইএনবি/বিভূঁইয়া