মিথ্যা নোটিশ জারি করে জমি দখল করার চেষ্টা !

বিশেষ প্রতিনিধি: মায়ের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি নিজের ইচ্ছা ও পছন্দ মত নেয়ার জন্য সেনা বাহিনীর নামে ভুয়া ও বানোয়াট নোটিশ জারি করে আরেক ওয়ারিশের সম্পত্তি আত্মসাতের চেস্টার অভিযোগ উঠেছে শাহরিয়ার খান নামের (বিমান বাহিনীর এক কর্মকর্তার) এক ব্যক্তির বিরুদ্ধে।

আপন খালাতো ভাই (পুত্র সন্তানহীন) দুই কন্যার জনক মোঃ মহসিনুর রহমান ভুঁইয়া (৭৫) পচাত্তর ঊর্ধ বৃদ্ধ কে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন যাবৎ জমি আত্মসাতের চেষ্টা করছে জৈনক শাহরিয়ার খান নামে বিমান বাহিনীর এক কর্মকর্তা ।

ভুক্তভোগী মোঃ মহসিনুর রহমান ভুঁইয়া (৭৫) জানান, ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের মৌজা : উত্তর কাউন্দিয়া, সি এস ও এস এ দাগ নং ১১৭৬, আর এস ৪৩৪৩ নং দাগে তার মায়ের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি কোন প্রকার বন্টন নামা দলিল না করে জোর করে ক্ষমতা খাটিয়ে নিজের ইচ্ছা পছন্দ মত নেয়ার উদ্দ্যেশে কোন দীর্ঘদিন যাবৎ তারই আপন খালাতো ভাই মোঃ সিরাজুল ইসলাম খান, শাহজাহান খান (৭০) (ছোট খালার বড় ছেলে) তাকে অকথ্য ভাষায় গালিগালাজ/মারধোর ও প্রান নাশের হুমকি ধামকি দিয়ে আসছিল ।

এ ব্যাপারে বিগত ১৭/০৯/২০২৩ তারিখে সাভার থানায় একটি জিডি ও করা হয় যাহার নং ১৪৭৩ ।

দীর্ঘদিন চুপচাপ থাকার পর বিগত কয়েক দিন যাবৎ বিভিন্ন নম্বর থেকে বিভিন্ন সেনা কর্মকর্তার পরিচয় দিয়ে ভুগতভোগীর পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করছে এবং গত ১৬ জুন ২০২৫ তারিখ সকাল ৭: ৩০ মিঃ এ ভুক্তভোগীর ছোট মেয়ের হোয়াটস অ্যাপ নম্বরে একটি আবেদন সম্বলিত নোটিশ পাঠানো হয় ! মোঃ মহসিনুর রহমান ভুঁইয়া (৭৫) নোটিশটির বিষয়ে সেনা ক্যাম্পে খবর নিতে গেলে আবেদনে উল্লেখিত সেনা ক্যাম্প কর্মকর্তা জানান, এ ধরনের কোন নোটিশ তাদের সেনা ক্যাম্প থেকে জারি করা হয়নি ! এতে স্পষ্ট প্রতীয়মান হয় যে, ভুক্তভোগীর পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করার জন্য সেনা বাহিনীর নাম ব্যবহার করে এধরনের ভূয়া নোটিশ প্রেরণ করে জৈনক মোঃ সিরাজুল ইসলাম খান।

এ ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনির ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে জান ও মালের নিরাপত্তার আবেদন পুত্র সন্তানহীন, দুই কন্যার জনক বৃদ্ধ মোঃ মহসিনুর রহমান ও তার পরিবারের ।

আইএনবি/ম আর/ বিভূঁইয়া