বিনোদন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন মাহফুজুর রহমান খানের মৃত্যুতে ।

তিনি মাহফুজুর রহমান খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ২৬ মিনিটে চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। এর আগে ২৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়।অনেকদিন ধরে তিনি ডায়াবেটিস ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন।
আইএনবি/বিভূঁইয়া