আন্তর্জাতিক ডেস্ক: বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। খবর হিন্দুস্তান টাইমস।
হায়দ্রাবাদ থেকে উত্তরপ্রদেশের গোরখপুর যাওয়ার পথে শুক্রবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে রেওয়া জেলায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, সোহাগি পর্বতের কাছে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
রেওয়া জেলার পুলিশ সুপার নবনীত ভাসিন বলেন, দুর্ঘটনা কবলিত বাসে থাকা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা। আহত ২০ জনকে উত্তরপ্রদেশের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া