আর্ন্তজাতিক ডেস্ক : ভারতে করোনার দৈনিক সংক্রমণের হার কমলেও দৈনিক মৃতের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৫৩ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩২ জন। ফলে সক্রিয় রোগির সংখ্যা কমেছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া রোববারের বুলেটিনে সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৮৪৫ জন বলে উল্লেখ করা হয়েছে, যা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন।
ভারতে করোনায় সুস্থতার হার ৯৮ দশমিক ২৪ শতাংশ, যা করোনাকালে সর্বাধিক। তবে ভারতে বেড়েছে দৈনিক মৃত্যু। রোববার একদিনে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫২৬ জনের।
এদিকে ভারতে মোট ১০৮ কোটি ২১ লখেরও বেশি ভ্যাকসিনের ডোজ দেয়া হয়েছে। তবে ভারতে দিওয়ালি পরবর্তী সময়ে করোনায় মৃত্যু বাড়ায় সাধারণ মহলে উদ্বেগ বাড়ছে।
আইএনবি/বিভূঁইয়া