ভবন থেকে পড়ে সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থী নিহত

আইএনবি ডেস্ক: রাজধানীর রমনার ইস্কাটন রোডে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ১৪তলা ভবন থেকে পড়ে ফারজানা আক্তার মালা (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি সিদ্ধেশ্বরী গার্লস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরে তার মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার পরিদর্শক (অপারেশন) হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আমরা বিকেলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি জানতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘মালা সিদ্ধেশ্বরী গার্লস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ঘটনার সময় তার বাবা ছোট ভাই ও বোন বাসায় ছিল। এই ঘটনার পর তার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তার সৎ মা বর্তমানে বরিশাল আছেন।’

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আমেনা খানম সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছেন, বিকাল সাড়ে ৪টার সময়ে সংবাদ পেয়ে ওই বাসার সামনে থেকে মৃতের বোন বুশরার সনাক্ত মতে মরদেহটি উদ্ধার করা হয়। মৃতের শরীরের মাথায়, হাতে, পায়ে সহ বিভিন্ন স্থানে গভীর কাটা চিহ্ন ও জখম রয়েছে।

তিনি প্রথমিক জিজ্ঞাসাবাদে ও আশপাশের পরিবেশ পরিস্থিতি দেখে জানতে পেরেছেন, ফারজানা আজ বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে ১৪ তলা থেকে নিচে পড়ে আহত অবস্থায় মারা যান।

মালা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পটুয়া গ্রামের আনোয়ার ইসলাম সাগরের মেয়ে। বর্তমানে ইস্কাটন রোড স্বপ্নধারা ১৮/বি ভবনের ১৩ তলায় থাকতেন। সাত ভাই বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।

 

আইএনবি/বিভূঁইয়া