আইএনবি ডেস্ক: আজ সোমবার সকাল ৮টা থেকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এদিন মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ কেন্দ্রে উপস্থিত তিন এজেন্ট তাদের প্রার্থীকে চেনেন না বলেই জানিয়েছেন।
শুধু তাই নয়, তারা প্রার্থীর নামও ঠিকমতো জানেন না। অথচ হিরো আলমের এজেন্ট হয়েই বুথে আছেন জিহাদ, মাহবুব ও মিজানুর রহমানের নামের এই তিনজন।
মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের ৬০ নম্বর কেন্দ্রের ৫ নম্বর পুরুষ বুথে একতারার এজেন্ট হলেন জিহাদ। কিন্তু প্রার্থী হিরো আলমের নামও জানেন না তিনি।
যদি প্রার্থীকেই না চেনেন, তবে কেন এজেন্ট হয়েছেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এলাকার এক বড় ভাই অনুরোধ করলেন। তার অনুরোধেই এজেন্ট হয়েছি।’
একই ঘটনা কেন্দ্র ৬২, বুথ নম্বর ১-এ। একতারার এজেন্ট মাহাবুব বলেন, ‘প্রার্থীকে চিনি না।’ নাম জানতে চাইলে বলেন, আলম। পুরো নামও জানেন না তিনি।
জানতে চাইলে কক্ষ নম্বর ২-এ একতারার এজেন্ট মিজানুর রহমান বলেন, ‘প্রার্থীর নাম জানি না, মনে হয় আলম আশরাফুল। এলাকার বড় ভাই বলল, তাই এজেন্ট হয়েছি।’
এদিকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম ভোটকেন্দ্রে নিজের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন। এ সময় ভোট সুষ্ঠু হবে কি না এ নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। আজ সোমবার সকালে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন হিরো আলম।
আইএনবি/বিভূঁইয়া