ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে সংযুক্ত করার প্রতিবাদে আবারও মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় জনতা।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ভাঙ্গার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় কাফনের কাপড় গায়ে জড়িয়ে সড়কে শুয়ে পড়েন অবরোধকারীরা। এ সময় তাঁরা স্লোগান দেন- ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘লড়াই করে বাঁচতে চাই’, ‘দালালি না স্বাধীনতা’ এবং ‘রক্ত লাগে রক্ত নে, ভাঙ্গার মাটি ছেড়ে দে’। অন্যরা রাস্তার ওপর দাঁড়িয়ে অবরোধ করেন।
এদিন ভোর থেকে ফরিদপুর বরিশাল মহাসড়কের পুকুরিয়া, হামেরদী, ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড ও ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদী, মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা।
অপরদিকে ফরিদপুর-ঢাকা, ঢাকা-খুলনা রেলপথে গাছের গুঁড়ি ফেলে লাল পতাকা টানিয়ে অবরোধ করে রাখা হয়েছে। এতে করে হামেরদী রেল সড়কে খুলনা থেকে ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন আটকা পড়ে আছে।
ভাঙ্গা রেলওয়ে ষ্টেশন মাষ্টার রনি ব্যাপারী জানান, সকাল সাড়ে আটটার দিকে হামেরদী নামক স্থানে আন্দোলনকারীরা নকশিকাঁথা কমিউটার ট্রেন অবরোধ করে রেখেছে। যাত্রীরা পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছে।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকিবুজ্জামান জানান, অবরোধের কারণে দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার ভাঙ্গা হয়ে চলাচলকারী সকল যানবাহন বন্ধ রয়েছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভাগীয় ও জেলা সদর থেকে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে রোববার সকালে এই আন্দোলনের প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ম ম ছিদ্দিক মিয়াকে আটক করেছে ডিবি পুলিশ। তার আটকের সংবাদ আন্দোলনকারীদের মাঝে ছড়িয়ে পড়লে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ মহাসড়কে নেমে আসে ও বিক্ষোভে ফেটে পড়ে।
এর আগে, শনিবার বিকেলে আলগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সিদ্দিক এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, আজ থেকে টানা তিন দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়ক ও রেল অবরোধ চলবে। আন্দোলনের অংশ হিসেবে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচিও থাকবে। দাবি মানা না হলে সব রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন বর্জনের ডাক দেওয়া হবে।
উল্লেখ্য, গত চার দিন ধরে ফরিদপুর-৪ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছিল আন্দোলনকারীরা।
আইএনবি/বিভূঁইয়া