আইএনবি ডেস্ক: সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাত নয়টা পর্যন্ত জেলা ১১৯ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে।
জেলায় থেমে মাঝারি ও ভারী বৃষ্টিতে ঘরবন্দি হয়ে পড়েছেন উপকূলের মানুষজন। এরসঙ্গে বইছে হালকা ঝড়ো হাওয়া। ভারী বর্ষণ ও স্বাভাবিক জোয়ারের চেয়ে কিছুটা পানি বৃদ্ধি পেয়েছে সমুদ্র এবং নদনদীতে।
গভীর সমুদ্রে মাছ ধরা হাজার হাজার ট্রলার আলীপুর-মহিপুর মৎস্য বন্দরসহ বিভিন্ন নদনদীতে নিরাপদ আশ্রয়ে রয়েছে।
পটুয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ মাহবুবা সুখী জানান, গত ২৪ ঘণ্টায় রাত নয়টা পর্যন্ত জেলা ১১৯ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।
আইএনবি/বিভূঁইয়া