পথচারীদের অজুখানা করে দিলো ‘বন্ধু মহল’

করোনা প্রতিরোধে

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে করোনাভাইরাস মোকাবিলায় এগিয়ে এসেছে সরকারি, বেসরকারি ও বিভিন্ন সামাজিক সংগঠন। যার যার স্থান থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন শরীয়তপুরের বিভিন্ন শ্রেণির মানুষকে।

এরই ধারাবাহিকতায় জেলার গুরুত্বপূর্ণ মনোহার বাজার মোড়ে পথচারীদের জন্য হাত ধোয়া ও অজুখানা তৈরি করে দিয়েছে মনোহার বাজার মোড় বন্ধু মহল নামে একটি সংগঠন।

মনোহার বাজার মোড় বন্ধু মহলের সদস্য মাহবুব পলাশ বেপারি বলেন, শরীয়তপুর সদর উপজেলার মনোহার বাজার মোড় জেলার একটি গুরুত্বপূর্ণ স্থান। এ এলাকা দিয়ে চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত করেন এবং এখানে অনেকে একটু বিশ্রাম নেন।

এ মুহূর্তে সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে। তাই সবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। এজন্য তাদের কথা চিন্তা করে  আমি, আজাদ বেপারি,সুমন বেপারি,মাছুম মোল্লা,  ফেরদৌস মোল্লা, সাহিন বেপারি, রনি ঢালি,মিরহোসেন বেপারি, আমিন মাদবর মিলে নিজেদের অর্থ দিয়ে পথচারীদের জন্য এ ব্যবস্থা করেছি।