রাজশাহী প্রতিনিধি: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংবিধানে আনুপাতিক ভোটের ব্যবস্থা নেই উল্লেখ করে বলেন, বর্তমান সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে আমি চেয়ারে থাকব না।
তিনি বলেন, আগামী রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন সম্পন্ন করার যাবতীয় প্রস্তুতি চলছে। চূড়ান্ত ভোটার তালিকার আগামী ২ সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। সীমানা নির্ধারণ বিষয়ে শুনানি চলছে আগামী সপ্তাহ পর্যন্ত। ভোট কেন্দ্র বাছাইয়ের কাজও চলমান।
শনিবার রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
কোন পদ্ধতিতে নির্বাচন হবে এ নিয়ে বিতর্ক প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আনুপাতিক পদ্ধতিতে ভোট সম্ভব নয়, কারণ সংবিধানে এর উল্লেখ নেই। এটি রাজনৈতিক আলোচনা। আমরা রাজনৈতিক আলোচনায় ঢুকতে চাইনা। নির্বাচন নিয়ে রাজনৈতিক কোন চাপও নেই বলেন সিইসি।
নির্বাচন হবে কি হবে না -এ নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্যে নির্বাচন কমিশন যেতে চায় না বলে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকেই নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে।
সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন হয়েছে। ভোটের জন্য লজিস্টিকস কেনাকাটা এগিয়ে চলছে। নির্বাচনী সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে। আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সীমানা সংক্রান্ত শুনানি চলবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার আওতায় আনতে কাজ চলছে। নির্বাচনের সময় তারা আইনশৃঙ্খলা রক্ষায় থাকবে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের বদলানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি।
ভোটকেন্দ্র দখল ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘যারা ভোট কেন্দ্র ব্যালট বাক্স দখলের স্বপ্নে বিভোর, তাদের জন্য দুঃসংবাদ। অস্ত্র বাজি করে ভোটে জেতার চেষ্টা করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে।’
বিগত নির্বাচনে অনিয়মে জড়িত কর্মকর্তাদের নির্বাচন দায়িত্বে রাখা হবে না জানিয়ে তিনি বলেন, কমিশনের অধীনে থাকা ৫ হাজার ৭০০ কর্মকর্তা কাজ করবেন। তবে যারা অতীতে অনিয়ম করেছেন, তাদের বাদ দেওয়া হবে।
বর্তমান সরকার চাপ দিলে পদত্যাগ করবেন জানিয়ে সিইসি বলেন, এখন পর্যন্ত সরকার কোনো চাপ দেয়নি। ‘চাপ দিলে আমি চেয়ারে থাকব না।’
আওয়ামী লীগ প্রসঙ্গে সিইসি বলেন, বর্তমানে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নেই এবং বিচারাধীন অবস্থায় তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। পরে তিনি রাজশাহী অঞ্চলের কর্মকর্তাদের নির্বাচনী দিকনির্দেশনা দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহীতে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সভায় অংশ নেন রাজশাহী বিভাগের আট জেলার নির্বাচন কর্মকর্তারা। সভার আগে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার। মতবিনময় সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।
আইএনবি/বিভূঁইয়া