আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যে একটি সোনার খনির অংশ ধসে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে শতাধিক শ্রমিকের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা এবং ঘটনায় বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীরা।
বৃহস্পতিবার মারুর কাদাউরি এলাকার খনিতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূগর্ভস্থ গর্ত খননের সময় হঠাৎ ধস নেমে যায় এবং তখন সেখানে বহু শ্রমিক কাজ করছিলেন। শুক্রবারও উদ্ধার অভিযান চলছিল এবং ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার করা হচ্ছিল।
উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা সানুসি আউয়াল জানান, এখন পর্যন্ত কমপক্ষে ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে তার নিজের ভাইও রয়েছেন। তিনি বলেন, “ধস নামার সময় শতাধিক শ্রমিক ভেতরে ছিলেন।”
এদিকে, আহত অবস্থায় চিকিৎসাধীন শ্রমিক ইসা সানি বলেন, “আমরা ভাগ্যবান যে বেঁচে ফিরেছি। শতাধিক শ্রমিকের মধ্যে মাত্র ১৫ জন জীবিত উদ্ধার হয়েছি।”
জামফারা রাজ্যের খনি শ্রমিক সংগঠনের কর্মকর্তা মোহাম্মাদু ইসাও দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ধ্বংসস্তূপ সরাতে গিয়ে অনেক উদ্ধারকর্মীও শ্বাসকষ্টে ভুগছেন। তবে এখনো নিখোঁজদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত আছে।
রয়টার্স জানায়, জামফারা পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবাকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, জামফারা রাজ্যে অবৈধ স্বর্ণ খনন দীর্ঘদিন ধরেই চলছে। এসব খনি সাধারণত সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকে এবং এ কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ও সহিংসতার ঘটনা ঘটে।
আইএনবি/বিভূঁইয়া