নাটোর প্রতিনিধি:নাটোরের সিংড়ায় গতকাল মঙ্গলবার (৪ মার্চ) রাতে উপজেলার সুকাশ ইউনিয়নের তালঘড়িয়া গ্রামে তারাবি নামাজ পড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তালঘড়িয়া গ্রামের মো. ইয়াছিনের ছেলে ইসরাফিল হোসেন মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মসজিদ নির্মাণ কাজের জন্য মাদরাসায় তারাবি নামাজ আদায় করতেন মুসল্লিরা।
পরে ওই মুয়াজ্জিনের পেছনে তারাবির নামাজ আদায় করতে অস্বীকার করেন কিছু মুসল্লি। পরে তারা সুকানগাড়ি গ্রাম থেকে ইউনুস আলী নামে এক হুজুর নিয়ে এসে আলাদাভাবে খোলা স্থানে নামাজ আদায় করেন।
মুয়াজ্জিন ইসরাফিলের বাবা মো. ইয়াছিন প্রতিবাদ করলে একই গ্রামের রুহুল আমিন, কুরবান, মহব্বত, রানাসহ ৪/৫ জন ইয়াছিন ও হান্নান নামে অপর একজনকে মারপিট করে। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে আহতরা সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি যায়।
সিংড়া থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো পক্ষই লিখিত অভিযোগ দেননি।’
আইএনবি /বিভূঁইয়া