ঝিনাইদহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আসাননগর এলাকায় বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা, মা ও ছেলে নিহত হয়েছেন।

নিহতরা হলেন—শৈলকুপার মাইলমারী গ্রামের কৃষক মোস্তফা হোসেন (৪৫), তার স্ত্রী সেলিনা খাতুন (৪০) ও ছেলে মাহিন (৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মাইলমারী গ্রাম থেকে মোটরসাইকেলে করে ওই তিনজন ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথে আসাননগর এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মাহিনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোস্তফা ও সেলিনাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ছোয়া ইসরাইল জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ আরবপুর হাইওয়ে পুলিশের ইনস্পেক্টর ওসি মৃত্যুঞ্জয় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া