জীবননগরে গৃহকর্তা কুপিয়ে নগদ অর্থ স্বর্ণালংকার লুট

জীবননগর প্রতিনিধি : মঙ্গলবার ভোর রাতে চুয়াডাঙ্গা জীবননগর হাসাদহ পরনরসুতি পাড়ায় ডাকাত দলের হামলায় গৃহকর্তা হাজী আব্দুল্লাহ আল মামুন আহত(৫০) আহত হয়েছেন।

ডাকাতদল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা, ৩ টা মোবাইল ফোন ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে পরিবারটি জানিয়েছে। তবে এলাকাবাসীর সহায়তায় আহত গৃহকর্তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

আহত গৃহকর্তা হাজী আব্দুল্লাহ মামুন জানান,মঙ্গলবার ভোর রাতে ৬-৭ জনের একজন ডাকাত দল ঘরের ক্লোক্যিবোল গেইট ভেঙ্গে রুমে ঢুকে আমাকে তাদের হাতে থাকা হাসুয়া দিয়ে আমার হাতে ও পায়ে কুপিয়ে আহত করে হাত-পা বেঁধে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা ৩ টি মোবাইল ফোন ও ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।পরে আমার আত্নচিৎকারে পার্শ্ববর্তী লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।

খবের পেয়ে জীবননগর থানা পুলিশের পাশাপাশি জীবননগর ও দামুড়হুদার সার্কেল এএসপি আবু রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম জানান, হাসাদহে গৃহকর্তাকে জিম্মি করে মালামাল লুটের খবরে আমি ও এএসপি সার্কেল স্যার আবু রাসেল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি। এবারের এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ হইনি। তবে আমাদের একাধিক টিম ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের গ্রেপ্তারেরে চেষ্টা চলছে।

আইএনবি/বিভূঁইয়া