চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের শুরুতেই আপেল প্রতীকের প্রার্থী সামিউল হল লিটন ও নৌকা প্রার্থী আব্দুল ওদুদের কর্মী সমার্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। শুরুতেই জেলা শহরের ২৭ নম্বর কেন্দ্র নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আপেল প্রতীকের প্রার্থী সামিউল হল লিটন ও নৌকা প্রার্থী আব্দুল ওদুদের কর্মী সমার্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শহিদুজ্জামান বলেন, পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় ভোটগ্রহণে কোনো সমস্যা হয়নি।
আইএনবি/বিভূঁইয়া