চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওসিসহ সাত পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার রেজাউল করিম।
পুলিশের সাত সদস্য হলেন, গোমস্তাপুর থানার ওসি শহিদুল ইসলাম, উপ-পরিদর্শক তারেক আহমেদ, দেলোয়ার হোসেন ও আবুল কালাম আজাদ এবং কনস্টেবল নেফাউর, আনিস, শামীম ও মানিক।
পুলিশ সুপার রেজাউল করিম জানান, গত ৩১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ি সন্তোষপুর বাজারে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মিন্টু রহমানকে গ্রেফতার করতে যায় গোমস্তাপুর থানা পুলিশের একটি সিভিল টিম। এ সময় ওই আওয়ামী লীগ নেতার কর্মী-সমর্থকরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এতে চার পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় যথেষ্ট প্রস্তুতি ও অপেশাদার আচরণ এবং দায়িত্ব পালনে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, নতুন ওসি হিসেবে গোমস্তাপুর থানায় পদায়ন করা হয়েছে সদর সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক খাইরুল বাশারকে। তিনি সোমবার যোগদান করেছেন।
প্রসঙ্গত, আসামি ছিনিয়ে নেওয়ার এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আইএনবি/বিভূঁইয়া