গাজীপুর প্রতিনিধি: বেশী বেতনে চাকরী দেয়ার প্রলোভনে গাজীপুরের শ্রীপুরে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের ভেতরের একটি কক্ষে কারখানা শ্রমিককে ধর্ষণের ঘটনায় মামলার একমাত্র আসামী লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক সোমবার (১৬ জুন) রাতে লিটনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ।
ওসি জানান, মামলা দায়েরের পর থেকেই শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম লিটনকে গ্রেপ্তারে অভিযান শুরু করেন। লিটন বিভিন্ন সময় স্থান ত্যাগ করছিল।
পরে সবশেষ তথ্য প্রযুক্তির সহায়তায় লিটনকে গাজীপুরের শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে বলে ওসি জানান।
অভিযুক্ত মো. লিটন ময়মনসিংহের পাগলা থানার ডুবাইল গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে।
লিটন শ্রীপুরের মুলাইদ গ্রামের আতাব উদ্দিনের বাড়িতে ভাড়াটে। তিনি সেখানে ভাড়ায় থেকে ফাস্ট সলিউশন লিমিটেড নামের একটি নিরাপত্তা প্রহরী নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মী হিসেবে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে দায়িত্বরত ছিলেন।
আইএনবি/বিভূঁইয়া