খোশালপুর সীমান্তে চোরাকারবারি লক্ষ্য করে বিজিবির গুলি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্তে ভারতীয় চোরাকারবারি দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ৫৮ বিজিবির সদস্যরা।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে মহেশপুর বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে বুধবার ভোরে উপজেলার খোসালপুর সীমান্তে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় ৯৪ বোতল ফেনসিডিল ও মদ ফেলে পালিয়ে যায় ভারতীয় চোরাকারবারিরা।

বিজিবি আরও জানায়, ভারত থেকে কয়েকজন চোরাকারবারি বাংলাদেশ সীমান্তে জড়ো হয়ে অবৈধ মালামাল পাচার করার খবর পেয়ে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ৬০/৯৮-আর এর বিপরীতে অবস্থান গ্রহণ করে। ভোরের দিকে ভারতীয় কয়েকজন চোরাকারবারি মাথায় বস্তা ভর্তি অবৈধ মালামাল নিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা ধারালো অস্ত্র দেখিয়ে বিজিবি’র টহল দলের দিকে অগ্রসর হতে থাকে। টহলদল প্রাথমিক সতর্কতা হিসাবে ৫/৬ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এতেও চোরাকারবারীরা ভয় না পেয়ে বিজিবি টহল দলের দিকে আসতে থাকে। এ সময় অবস্থান লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালালে তারা স্থানীয় কলাবাগানে অদৃশ্য হয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে ভারতীয় চোরাকারবারীদের ফেলে যাওয়া ৯৪ বোতল ফেনসিডিল ও মদ উদ্ধার করে বিজিবি।

আইএনবি/বিভূঁইয়া